সেপটিক ট্যাংক ডিজাইন ২০২৪, Septic Tank Design In Bangladesh
বাসা বাড়ীর মলমুত্র নিষ্কাশনের জন্য যে বিশেষ ঘর বা হাউস বানানো তাকে সেপটিক ট্যাংক বলে। মুলত মলমুত্র নিষ্কাশনের জন্যে সেপটিক ট্যাংক এর প্রয়োজন হয়। একটি বাড়ি নির্মাণ করার আগে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। একটি সেপটিক ট্যাংক তৈরি করার আগে কিছু বিষয় মাথাই রেখে তৈরি করা উচিত। যেমন, কত জন মানুষের জন্য ব্যবহার করবেন অর্থাৎ সাইজ কেমন হবে। বাড়ীর কোন দিকে বানানো উচিত। প্রতিদিন কতজন লোক ব্যাবহার করলে কত বছর ট্যাংকি ব্যবহার করা যাবে? ইত্যাদি।
একটি সেপটিক ট্যাংক এর খরচ সহ বিস্তারিত তথ্য জানুন
একটি Septic Tank তৈরি করতে কেমন খরচ হয়। কেমন করে বানানো উচিত তার একটি ভিডিও দেখে নিন। আশাকরি এই ভিডিও দেখার পর Septic Tank Design নিয়ে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। সেপটিক ট্যাংক এর হিসাব, সেফটি টাংকি করার নিয়ম। Septic tank design calculations, Septic tank design for home. septic tank Design in Bangla.
পরিশেষে আমরা বলতে পারি মলমূত্র জমা রাখাই হল সেপটিক ট্যাংক এর কাজ। একটি সেপটিক ট্যাংকের মাঝে একটি ডিভাইডার দিয়ে দুটি চেম্বার আলাদা করা হয়। একটিতে ভারী পদার্থ (মল) জমা থাকে, ১ম চেম্বার থেকে উপচে পড়া তরল(মূত্র) ২য় চেম্বারে গিয়ে জমা হয়।